প্রফেসর ড. এম.এ. সাত্তার, ডিন, জীব বিজ্ঞান অনুষদ, বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে ২০১৬ সাল থেকে কর্মরত যেখানে বিভাগে তিনি একমাত্র শিক্ষক হিসেবে ২০১৬/১৭ সালে পরিবেশ বিজ্ঞান ও ডিজাষ্টার ম্যানেজমেন্ট বিভাগ প্রতিষ্ঠা করেন। তার আগে তিনি বাকৃবিতে ৪২ বৎসর শিক্ষকতা (১৯৭৩-২০১৪) করে কৃষি অনুষদের ডিন হিসেবে অবসরে যান। তার ১৯৯১-২০০২ সালে চেষ্টায় বাকৃবিতে ২০০২ সালে পরিবেশ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। তিনি এদেশে পরিবেশ বিজ্ঞান শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে আজীবন প্রত্যক্ষ জড়িত। মাটিতে ইউরিয়ার জীবন চক্র, ইউরিয়ার জৈব পদার্থ ও এনপির ক্ষয়/ঘাটতি তথা ইউরিয়া প্রয়োগের পাশাপাশি জৈব পদার্থ প্রয়োগ মৃত্তিকা পরিবেশ বিষয়ে মৌলিক আবিস্কারের মাধ্যমে ১৯৭২ সাল থেকেই এদেশে পরিবেশ বিজ্ঞান জগতে আত্মপ্রকাশ করেন। তিনি ৯.০ বৎসর (১৯৭৬-৮৪) ফিনল্যান্ডে পরিবেশ বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় ৪টি পিএইচডি সমমান ডিগ্রী অর্জন সহ অসংখ্য আন্তর্জাতিক প্রকাশনার মাধ্যমে বিশ্বে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানীদের কাতারে চলে আসেন।